থাইল্যান্ড এ প্রবাসী বাংলাদেশীদের মহান বিজয় দিবস উদযাপন
গত ১৭ই ডিসেম্বর ২০২৩ থাইল্যান্ড এর পাতাইয়্যা শহরে , চার তারকা হোটেল Unique Regency এর মিলনস্থানে থাই-বাংলাদেশী কমিউনিটি জাঁকজমক এর সাথে ৫২তম মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠান এর আয়োজন করে। বিজয়ের চেতনার উপর ভিত্তি করে বিদেশের মাটিতে বাংলাদেশের ইতিহাস , ঐতিহ্য , সাংস্কৃতি , বাংলাদেশের অবিরাম অগ্রগতি ও পর্যটন এর সুবর্ন সুযোগ নিয়ে আলোচনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করে পাতাায়্যায় প্রতিষ্ঠিত এই সামাজিক সংগঠনটি ।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সংগঠনের বর্তমান সভাপতি জনাব গিয়াস উদ্দিন ।
অনুষ্ঠানের প্রধান অতিথী হিসেবে উপসথিত ছিলেন পাতায়্যা সিটি হলের সম্মানিত মেয়র Mr Paromed Ngampichet
বিশেষ অতিথী হিসেবে ছিলেন বাংলালেশ এম্বাসি ব্যাংকক এর মিনস্টার কনসুলার জনাব হাসনাত আহমেদ।
এছাড়াও বিশেষ অতিথী হিসেবে ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কানট্রি ম্যানেজার জনাব মাহফুজ করিম সিদদিকি ।
Pattaya People Media Group এর
Managing Director and Chairman
Mr. Neils Colov ( নিলস কোলোভ )
বাংলা ক্লাবের সভাপতি জনাব সাব্বির আহমেদ।
এছাড়াও উপসথিত ছিলেন সংগঠনের সম্মানীত প্রতিষ্ঠাতা সভাপতি জনাব জাহাঙ্গীর হোসেইন , এডভাইসার জনাব মোহাম্মদ মেহেদী হাসান , সিনিয়র সহ সভাপতি জনাব মোহম্মদ আনিসুর রহমান , সহ সভাপতি জনাব শহীদুর রহমান , সাধারন সম্পাদক জনাব শামসুজজামান শামীম, সিনিয়র যুগম সম্পাদক মোহামদ ইয়সীর আরাফাত , যুগম সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম পবন , আলাউদ্দিন আলা ও লুতফররহমান লিটন ,
সংগঠনের সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ সোলায়মান ও কার্যনিরবহী পরিষদের সকল সম্মানিত সদস্য ও সংগঠনের সকল সাধারন সদস্যগন। এছড়াও সমগ্র থাইল্যান্ড থেকে ছুটে আসা প্রবাসী বাংলাদেশী ও বিদেশী গন্যমান্য অতিথিদের উপস্থিতি অনুষ্ঠানটিককে বৈচিত্রময় ও আলোকিত করে ।
অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে।
এরপর যথাযথ মর্যাদার সাথে থাইল্যান্ড ও বাংলাদেশ এর জাতীয় সংগীত বাজানোর পর
বাংলাদেশের অগ্রগতি ও পর্যটন ভবিষ্যৎ এর ২ টি ডকুমেন্টারি ভিডিও চালানোর পর শুরু হয় আলোচনা অনুষ্ঠান ।
আলোচনা অনুষ্ঠান এর শুরুতে শুভেচ্ছা বক্তৃতা রাখেন সংগঠনের সাধারন সম্পাদক জনাব শামসুজজামান শামীম । তিনি বিজয়ের চেতনায় প্রবাসী বাংলাদেশীদের মাঝে ঐক্যতাকে আরো কঠর করতে আহ্বান জানান ।
বাংলাদেশ এম্বাসির প্রতিনিধি মিনিসটার কনসুলার প্রবাসীদের যেকোন সুযোগ সুবিধার আশ্বাস দেন ।
অনুষ্ঠান এর সবশেষে বক্তৃতা রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব জাহাঙ্গীর হোসেইন । তিনি তার মুল্যবান বকৃতায় দেশের অবিরাম অগ্রগতী তুলে ধরার চেষ্টা করেন।
এরপর ব্যাংকক থেকে আসা প্রবাসী বাংলাদেশী সাংস্কৃতিক দল একটি মনোরম সাংস্কৃতিক সন্ধার উপহার দেন।
সবশেষে নানারকমের দেশী খাবার এর সংমিশ্রনে একটি আকর্ষনীয় নৈশভোজ দিয়ে অনুষ্ঠানটির সমাপন হয়।